বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরার সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকা থেকে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ হীরার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার সকালে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান বলেন, গত ৫ ফেব্রুয়ারি বিজিবির ভোমরা ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবি সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্তের ৩নং মেইন পিলারের সাব পিলার ২/৩ এর ৭০ গজ অভ্যন্তরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হীরার গহনা জব্দ করে। তবে, কোন চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
পরে গহনাগুলো ‘হীরার’ কিনা তা নিশ্চিত হওয়ার জন্য খুলনায় পাঠানো হয়। পরীক্ষায় দেখা যায় জব্দকৃত গহনা হীরার।
জব্দকৃত গহনার মধ্যে রয়েছে ৯৭টি আংটি, ২০টি ডায়মন্ডের লকেট ও ৫০টি নাকফুল। যার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।