Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্লান্তি এড়াতে চমক আর চমক!

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : টিম ম্যানেজমেন্টের হঠকারি সিদ্ধান্তের জের হিসেবে ত্রিদেশীয় সিরিজের পর টেস্টেও বাংলাদেশকে হারতে হয়েছে বলে অনেকের অভিমত। সিরিজ জুড়েই দল নির্বাচন নিয়ে বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে নির্বাচকদের। এর মাঝেই ঘোষিত হলো শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের প্রথম টি-টোয়েন্টির বাংলাদেশ দল। সেই দলেও চমক আর চমক।
১৫ সদস্যের এই দলে ৫ জনই নতুন। তারা হলেনÑ স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ও মেহেদী হাসান, উইকেটকিপার-ব্যাটসম্যান জাকির হাসান, পেসার-অলরাউন্ডার আরিফুল হক ও পেসার আবু জায়েদ রাহি। সাইফউদ্দিন ও আবু হায়দার রনির টিটোয়েন্টির হাত ধরে আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। কিন্তু এবারই প্রথম একসঙ্গে ৫জনকে দেখা গেল বিসিবি ঘোষিত কোন দলে। গেল ডিসেম্বরে বিসিবি যে ৩২ জনের প্রাথমিক দল দিয়েছিল, দেখানে ছিলেন না এমন দুজনও আছেন এই দলে!
পুরোনোদের মধ্যে দলে ফিরেছেন ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকায় খেলতে না পারা মুস্তাফিজুর রহমান। ফিরেছেন আরেক সেনানী সৌম্য সরকারও। বাঁ-হাতি ওপেনারের দলে ফেরার যক্তি হিসেবে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি ম্যাচের কথা উল্লেখ করেছেন নির্বাচকরা। তবে টাইগার ক্রিকেট ভক্তদের জন্যে সবচেয়ে আশার খবর হলো সাকিব আল হাসানের দলে ফেরা। অধিনায়ক হিসেবেই দলে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। গতকাল সেলাই কাটার পর মাঠেও উপস্থিত ছিলেন সাকিব। যদিও ১৫ ফেব্রæয়ারির প্রথম ম্যাচে তার খেলার সম্ভবনা ক্ষীণ। তবে ১৮ ফেব্রæয়ারি সিলেটে তার খেলার জোর সম্ভবনা রয়েছে।
স্বভাবতই দল থেকে বাদ পড়ার তালিকাটাও দীর্ঘ। মুমিনুল আছেন এই তালিকায়। বাকিরা হলেন- ইমরুল কায়েস, লিটন দাশ, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, নাসির হোসেন ও তাসকিন আহমেদ।
টেস্ট খেলুড়েদের ‘ক্লান্তি’র কারণেই নাকি টি-টোয়েন্টি দলে এত নতুন মুখ। প্রধাণ নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ব্যাখ্যাটা তেমনি, ‘টি-২০ নতুন ফর্ম্যাট, সব খেলোয়াড় সব ফর্ম্যাটে খেললে শারীরিকভাবে তো নিচ্ছে না। টেস্ট ম্যাচে দেখেন কত ক্লান্ত মনে হচ্ছিল খেলোয়াড়দের! আমাদের টেস্ট দলে বেশির ভাগ খেলোয়াড়ের জায়গা পোক্ত। টি-টোয়েন্টির মত নতুন সংস্করণে নতুন খেলোয়াড় দিয়ে নতুনভাবে আমরা শুরু করতে চাই। নতুন খেলোয়াড়দের দেখার জন্য ফর্ম্যাটটা ভালো।’
প্রথম টি-২০’র বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বি রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, মেহেদি হাসান, আফিফ হোসেন ও জাকির হাসান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ