Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘এটা আমার ক্যারিয়ারের সেরা সাফল্য’

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : স্বাধীনতা কাপের শিরোপা জেতা আরামবাগ ক্রীড়া সংঘের প্রধান কোচ মারুফুল হক। যিনি জাতীয় ফুটবল দল ছাড়াও এর আগে মোহামেডান, শেখ রাসেল ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মতো শিরোপা জয়ী দলের কোচ দায়িত্ব পালন করেছেন। তার অধীনে দলগুলো একের পর এক সাফল্য পেলেও আরামবাগের স্বাধীনতা কাপ শিরোপা জেতাকে মারুফুল তার ক্যারিয়ারের সেরা সাফল্য মনে করেন। গতকাল ওয়ালটন স্বাধীনতা কাপের ফাইনাল শেষে উচ্ছসিত মারুফুল এমনটাই জানান। তার কথা,‘আমার কোচিং ক্যারিয়ারে এর আগে ৯টি চ্যাম্পিয়ন ও ৫ রানার্সআপ ট্রফি রয়েছে। কিন্তু এবারের স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন ট্রফিটি আমার ক্যারিয়ারের সেরা ট্রফি। এর আগে যাদের হয়ে সেরার খেতাব জিতেছি তারা ছিল তারকা সমৃদ্ধ বড় দল। কিন্তু আরামবাগ পুরো তারুণ্য নির্ভর মাঝারি মানের একটি দল। এই দল নিয়ে চ্যাম্পিয়ন হতে পারার আনন্দই আলাদা। আমি খুব খুশি দলের এমন সাফল্যে।’ মারুফুল আরও বলেন,‘এবার লিগের শুরু থেকেই আমি দলের ফিটনেস এবং টেকনিক নিয়ে প্রচুর কাজ করেছি। তবে লিগে তেমন নজরকাড়া সাফল্য না পেলেও স্বাধীনতা কাপে সফলতা পেয়েছি। দল ভালো খেলে আমাকে শিরোপা উপহার দিয়েছে। লিগের সেরাদের আমরা হারিয়েছি। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছি। এরচেয়ে বড় আনন্দ আর কি হতে পারে। আমি খুবই খুশি আরামবাগের এই সাফল্যে। এ জন্য আমি খেলোয়াড়দের ছাড়াও ক্লাব কর্মকর্তা বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাই। তারা আমার উপর আস্থা রেখেছেন বলে। আমি আদের আস্থার প্রতিদান দিতে পেরেছি এটাই বড় পাওয়া।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ