Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহিলা কাবাডির প্রাথমিক দল

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : দু’মাস আগে অনুশীলন শুরু করেছে জাতীয় পুরুষ কাবাডি দল। জাকার্তা এশিয়ান গেমসের জন্য এবার ডাকা হলো মহিলা দলকেও। প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন বিভিন্ন সংস্থা ও জেলার ৪৪ জন নারী খেলোয়াড়। এরা হলেন- বাংলাদেশ আনসারের শাহনাজ পারভীন মালেকা, জুনি চাকমা, রুপালী আক্তার, শ্রাবনী মল্লিক, দিশা আক্তার, পলি আক্তার, কোহিনুর আক্তার, স্মৃতি আক্তার ও টুকটুকি আক্তার, বাংলাদেশ পুলিশের হাফিজা আক্তার, শারমিন সুলতানা, সোমা আক্তার, রেখা আখতারী, মাসুমা জান্নাত আশা, জান্নাতুল নাইম বৃষ্টি, তাসমী আক্তার, লাকী আক্তার, মারিয়া আক্তার, শিলা আক্তার, তিমা খাতুন ও চম্পা সিসিম। বিজেএমসির রতœা খাতুন, দিশা মনি সরকার, লুবা আক্তার, রাবেয়া আক্তার আনিকা, সোনিয়া আক্তার ও স্বরস্বতি রানী রায়, নড়াইলের মুসলিমা আক্তার, লায়লা খানম, বীথি আরা ও মিতু আক্তার, বিজিবির মিতা খাতুন পাখি, মৌলভীবাজারের পারভীন বেগম ও সোমা আক্তার, ময়মনসিংহের সুমি আক্তার ও পাপড়ী আক্তার, নেত্রকোনার জোৎ¯œা আক্তার, কুমিল্লার স্মৃতি আক্তার, শ্রাবনী আক্তার তোষী ও মিতু আক্তার, দিনাজপুরের সুমাইয়া আক্তার ও গোলাপী আক্তার এবং রংপুরের রোজিনা আক্তার ও আমিনা খাতুন। ডাক পাওয়া খেলোয়াড়দের আগামী বৃহস্পতিবার কাবাডি ফেডারেশনে রিপোর্ট করতে বলা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ