Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ানডেতেও দুর্দান্ত আফগানিস্তান

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে জিম্বাবুয়ের বিপক্ষে আধিপত্য বজায় রেখেছে আফগানিস্তান। টি-২০ সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজও ১৫৪ রানের বিশাল জয়ে শুরু করেছে আফগানরা।
শারজায় পরশু মোহাম্মাদ শেহজাদ (৩৬) ও ইহসানুল্লাহর ৯০ রানের ওপেনিং জুটির পর ওয়ানডাউনে নামা রহমত শাহর শতক (১১০ বলে ১১৪) এবং শেষ দিকে নাজিবুল্লাহ জডরানের ৫১ বলে ৮১ রানের (৫টি করে চার ও ছয়) ঝড়ো ইনিংসে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ৩৩৩ রানের (৫ উইকেটে) সংগ্রহ গড়ে আফগানিস্তান। যে সংগ্রহের ধারেকাছেও যেতে পারেনি জিম্বাবুয়ে। বিনা উইকেটে ৫০ থেকে ১৩৬ রানে নেই ৮ উইকেট, এরপর ৩৪.৪ ওভারে মাত্র ১৭৯ রানেই সব শেষ। সর্বোচ্চ ৩৪ রান করেন সলোমন মিরে। রশিদ খানের টি-২০ ধারাহাহিকতা ওয়ানডেতেও। এবার ২৬ রানে ৪ উইকেট নেন এই তরুণ লেগ স্পিনার। একই মাঠে আজ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ