Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্সেনালের হার

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টটেনহ্যাম হটস্পার জিতবে আর হ্যারি কেইন গোল করবে না এটাই যেন আশ্চর্যের বিষয়। নর্থ লন্ডন ডার্বিতে গতকাল আর্সেনালকে একমাত্র গোলে হারিয়েছে টটেনহ্যাম। গোলটি? হ্যারি কেইনের।
ওয়েম্বলির ম্যাচ পরিসংখ্যান বলছে বলের দখলে দু’দলই ছিল সমান সমান। কিন্তু আক্রমণে স্বাগতিকদের ধারেকাছেও যেতে পারেনি আর্সেন ওয়েঙ্গারের দল। স্পার্সদের ১৮ শটের ৬টি ছিল লক্ষ্যে, গানাররা সেখানে ৫ বারে একবার! গোলশূন্য প্রধমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই বেন ডেভিসের ক্রস থেকে দারুণ হেডে গোলরক্ষককে পরাস্থ করেন কেইন। লিগে এটি তার ২৩তম গোল, সব প্রতিযোগিতা মিলে ৩২তম।
শেষ দিকে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি আর্সেনালের ফরাসি ফরোয়ার্ড আলেক্সান্ডার লাকাজেত। এই জয়ে এক ম্যাচ বেশি খেলে এক লাফে পাঁচ থেকে তিনে উঠে এসেছে টটেনহ্যাম। আর আর্সেনাল রয়ে গেছে ছয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ