Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চরমপন্থী দলের নেতাসহ গ্রেফতার ৩ অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সাঁথিয়া (পাবনা) উপজেলা সংবাদদাতা

পাবনার সাঁথিয়া থানা পুলিশ অস্ত্র ও গুলিসহ চরমপন্থী দলের আঞ্চলিক নেতা বোমারু জানে আলমসহ ২ জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (সোমবার) ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলার ধুলাউড়ি তিন মাথা মোড় থেকে উপজেলার নুরদহ গ্রামের চাঁদ আলীর ছেলে বোমারু জানে আলম ও ছোট পাথাইলহাট গ্রামের মৃত জনাব আলীর ছেলে শামসুল হককে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৯ রাউন্ড তাজা গুলিসহ ১টি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক দলের অন্য সদস্য পাথাইলহাট গ্রামের আকবর সরদারের ছেলে রফিকুল ইসলামকে বাড়ি থেকে গ্রেফতার করে। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃত জানে আলমের বিরুদ্ধে ৩টি হত্যা মামলাসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগ রয়েছে। বোমারু জানে আলমের গ্রেফতারের খবর শুনে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চরমপন্থী দলের নেতাসহ গ্রেফতার ৩ অস্ত্র ও গুলি উদ্ধার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ