Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চেয়ারম্যান প্রার্থীরা জনগণের মুখোমুখি

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা

একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোন পদ নেই’ এই স্লোগানকে সামনে রেখে সুজন সুশাসনের জন্য নাগরিক ও পুটিয়া জনকল্যান সংগঠনের আয়োজনে গত শনিবার বিকেলে থেকে রাত পর্যন্ত মাদারীপুরের রাস্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও ভোটারদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাস্তি ইউনিয়ন পরিষদ মাঠে ৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ মেম্বার প্রার্থীরা উপস্থিত হয়ে ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে সভাপত্বিত করেন রাস্তি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন মাতুব্বর এবং সঞ্চালনা ও সার্বিক দায়িত্বে ছিলেন সুজনের মাদারীপুর শাখার সাধারণ সম্পাদক রাজন মাহমুদ। এছাড়াও অনুষ্ঠানে সহযোগিতা করেন সাংবাদিকবৃন্দ ও পুঠিয়া জনকল্যাণ সংগঠনের সভাপতি মো. শাহআলম মোড়ল এবং রাস্তি ইউনিয়নের যুবসমাজ। অনুষ্ঠানে রাস্তি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী রাজু হাওলাদার, স্বতন্ত্রপ্রার্থী আব্দুল মান্নান লস্কর, মনিরুজ্জামান হাওলাদার, বিল্লাল হোসেন মোল্লা ও মো. গোলাম মস্তফা মোল্লা, বিএনপি প্রার্থী মো. ফিরোজ মাহমুদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আ. মোতালেব মাতুব্বর এ ৭ জন চেয়ারম্যানপ্রার্থীসহ মেম্বর প্রার্থীদের অংশগ্রহণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চেয়ারম্যান প্রার্থীরা জনগণের মুখোমুখি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ