Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেমোক্র্যাট নথি আটকে দিয়েছে ট্রাম্প

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কংগ্রেস কমিটি অনুমতি দিলেও এফবিআইয়ের ‘পক্ষপাতদুষ্ট কর্মকাÐের প্রমাণস্বরূপ’ প্রকাশিত রিপাবলিকান মেমোর যুক্তি খÐন করে লেখা ১০ পৃষ্ঠার ডেমোক্রেট নথির (মেমো) প্রকাশ আটকে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মেমোতে থাকা ‘সংবেদনশীল অনুচ্ছেদ’ যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি করতে পারে’Ñ এ আশঙ্কায় প্রেসিডেন্ট সেটি প্রকাশে অনুমতি দেননি বলে গত শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে। গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের ইন্টিলিজেন্স কমিটির সদস্যরা সর্বসম্মতভাবে গোপন তথ্য সম্বলিত মেমোটি প্রকাশের পক্ষে ভোট দিয়েছিলেন। এরপর তা প্রকাশে অনুমতির জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়, সেখানেই মেমোটি আটকে যায়। ডেমোক্রেট এ মেমোতে আগের সপ্তাহে প্রকাশিত বিতর্কিত রিপাবলিকান মেমোর ত্রæটিগুলো চিহ্নিত করা ছিল বলে দাবি ডেমোক্রেটদের। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় এফবিআই তার ক্ষমতার অপব্যবহার করে ট্রাম্পের এক উপদেষ্টার বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চালিয়ে পক্ষপাতদুষ্ট কাজ করেছিল বলে অভিযোগ রিপাবলিকানদের। তার প্রমাণস্বরূপ জানুয়ারির শেষ সপ্তাহে একটি মেমো প্রকাশে অনুমোদন দেয় হোয়াইট হাউস। কংগ্রেসের হাউস ইন্টিলিজেন্স কমিটির চেয়ারম্যান ডেভিন নানসের কর্মচারীদের সংকলিত ওই নথিতে মার্কিন বিচার বিভাগ ও এফবিআইর বিরুদ্ধে ফরেন ইন্টিলিজেন্স সারভেইলেন্স অ্যাক্টের অধীনে ট্রাম্প শিবিরের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কার্টার পেইজের বিরুদ্ধে অন্যায়ভাবে নজরদারি চালানো হয়েছিল বলে দাবি করেছে রিপাবলিকানরা। মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে অপ্রমাণিত এক দলিলের সাক্ষ্যে এফবিআই ট্রাম্পের প্রচার শিবিরের ওই উপদেষ্টার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছিল। হিলারি শিবিরের আংশিক অর্থায়নে যুক্তরাজ্যের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ক্রিস্টোফার স্টিল ট্রাম্পবিরোধী ওই দলিল সাজিয়েছিলেন। রিপাবলিকানদের নথিতে বিচার বিভাগের এক কর্মকর্তার সঙ্গে স্টিলের কথোপকথনের বিষয়ও উঠে আসে, যেখানে যুক্তরাজ্যের সাবেক এ গোয়েন্দা কর্মকর্তা হোয়াইট হাউসের দৌড়ে ট্রাম্পের পরাজয়ের ব্যাপারে ‘মরিয়া’ থাকার কথাও বলেছিলেন। মার্কিন জনগণকে গোয়েন্দা সংস্থার ‘আইনী অপব্যবহার’ সম্বন্ধে জানাতেই গোপন তথ্য সম্বলিত মেমোটি প্রকাশ করা হয়ে বলে সেসময় রিপাবলিকানরা জানিয়েছিল; এফবিআই, মার্কিন বিচার বিভাগ ও ডেমোক্রেট এমপিরা এ কর্মকাÐের বিরোধীতাও করেছিল। ওই নথির পাল্টা হিসেবেই ফেব্রæয়ারির শুরুতে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট দলীয় কংগ্রেস সদস্য অ্যাডাম শিফের লেখা মেমোটি প্রকাশে অনুমতি চাওয়া হয়; হাউস ইন্টিলিজেন্স কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে যাতে অনুমোদন দেন। সিনেটে ডেমোক্রেট দলের নেতা চাক শুমার তখন প্রেসিডেন্টকে লেখা এক চিঠিতে বলেছেন, মেমো প্রকাশে অনুমতি না দিলে তা ন্যায্য হবে না। রিপাবলিকান নথির ওপর ভর করে ২০১৬-র মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ক বিচার বিভাগীয় তদন্ত বানচালে প্রেসিডেন্ট যেন কোনো পদক্ষেপ না নেন সে বিষয়েও অনুরোধ জানিয়েছিলেন তিনি। ট্রাম্প ডেমোক্রেট নথি প্রকাশে অনুমতি দেবেন বলে সেসময় ধারণা করা হলেও পরে তা বদলে যায়। রয়টার্স, সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ