মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জঙ্গি ও অপরাধীদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরুর কথা জানিয়েছে মিসরের সেনাবাহিনী। গত শুক্রবার সেনাসূত্রকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সিনাই উপত্যকা, নিল ডেল্টা ও পশ্চিমাঞ্চলীয় মরুভূমি থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সরিয়ে দিতে এ অভিযান শুরুর কথা জানিয়েছে মিসরীয় সেনাবাহিনী। নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করে সেনা-একনায়ক আবদেল ফাতাহ আল-সিসির ক্ষমতা নেয়ার পর থেকেই মিসরে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সিনাই উপত্যকাকে কেন্দ্র করে বিস্তৃত হয়েছে সন্ত্রাসবাদী কার্যক্রম। ২০১৪ সালে উপত্যকায় এক আত্মঘাতী হামলায় ৩৩ সৈন্য নিহত হওয়ার পর সেখানে জরুরি অবস্থা জারি করেন সিসি। জোরালো করেন জঙ্গিবিরোধী অভিযান। ওই জরুরি অবস্থার মধ্যেই গত বছরের নভেম্বরে উত্তর সিনাইয়ের একটি মসজিদে বোমা ও বন্দুক হামলায় কমপক্ষে ২৩৫ জন নিহত হয়। গত শুক্রবার দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল তামির রিফাইয়ের একটি বিবৃতি প্রচার করে রাষ্ট্রীয় টেলিভিশন। বিবৃতিতে বলা হয়, আইন প্রয়োগকারী বাহিনীগুলো সকালে তাদের সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে অভিযান শুরু করেছে। সন্ত্রাসবাদ এবং অপরাধমূলক তত্পরতার শেকড় উপড়ে ফেলার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে। আর এজন্য তাদের প্রয়োজনীয় যা যা করা উচিত তারা তা-ই করবে। উত্তর ও মধ্য সিনাই, পশ্চিমাঞ্চলীয় নীল উপত্যকা এবং বদ্বীপসমূহের আশেপাশের এলাকায় এ অভিযান শুরু হয়েছে বলেও জানান ওই সেনা মুখপাত্র। উত্তর সিনাইয়ে বেশকিছু সামরিক অভিযান শুরুর খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।