মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে নিজেদের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। চলছে পাল্টাপাল্টি হুমকি আর ভয়ঙ্করসব মহড়া। আর তারই জের ধরে এবার ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের পানিসীমায় শত্রæর সামান্যতম আগ্রাসন চালানোর চেষ্টা করলে তার ভয়াবহ জবাব দেয়া হবে। এ ব্যাপারে গত শুক্রবার তিনি দক্ষিণ ইরানের সিরজান শহরে নৌবাহিনীর এক অনুষ্ঠানে বলেন, দেশের পানিসীমা রক্ষা করা এবং যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেয়া হচ্ছে নৌবাহিনীর রেডলাইন। রিয়ার অ্যাডমিরাল খানযাদি আরও বলেন, ইরান এমন সময় ইসলামি বিপ্লবের ৩৯তম বিজয়বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে যখন বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত সেনারা দেশ রক্ষার মহান দায়িত্ব পালনে দৃঢ়প্রত্যয়ী শপথ নিয়েছেন। এ বিষয়টি ইসলামি বিপ্লবের জন্য অনুপ্রেরণার উৎস বলে তিনি মন্তব্য করেন। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।