রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে বেতাগী ডিগ্রি কলেজের ছাত্র মো: মামুন তালুকদারের হত্যাকারীদের সুষ্ঠু বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী। গতকাল সোমবার সকাল ১১টায় হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও দুপুরে বেতাগী ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা পৃথক পৃথকভাবে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। হোসনাবাদে রাসেল স্কোয়ার চত্বরে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সিনিয়র শিক্ষক মো: আবুল কাশেম, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি তরিকুল ইসলাম সবুজ। উপজেলা সদরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনকালে বক্তব্য রাখেন বেতাগী পৌরসভার কাউন্সিলর আব্দুর রহিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান মোহসিন, ইউপি সদস্য মো: জামাল হোসেন, নিহত মামুনের ফুফাতো ভাই মো: নেছার উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এফ এম সোহেল হাওলাদার ও ছাত্রদল নেতা ইকবাল হোসেন বুলেটসহ নেতৃবৃন্দ। এসময় তারা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট হত্যাকারীদের সুষ্ঠু বিচার দাবি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।