Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যালয়ের গাছ কেটে নিচ্ছেন প্রভাবশালীরা

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

দশমিনা (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা

পটুয়াখালীর দশমিনা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল্যবান গাছ গত শুক্রবার থেকে স্থানীয় প্রভাবশালী মহল কেটে নিয়ে যাচ্ছে। জানা যায়, উপজেলার সৈয়দ জাফর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির মূল্যবান প্রায় ২০টি গাছ কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান সিকদার নয়া মিয়া, তার ভাই মুছা সিকদার ও ইসমাইল সিকদার। এ ঘটনায় জমিদাতা সদস্য মরহুম আনোয়ার আলী তালুকদারের নাতি আলমগীর সিকদারের চ্যলেঞ্জের মুখে গতকাল (সোমবার) ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ইউএনও আজহারুল ইসলাম গাছ কাটা বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এদিকে নয়া মিয়া গংরা অভিযোগের কথা অস্বীকার করে বলেন, বিদ্যালয়ে আমার বাবা মরহুম আলী আকবর সিকদার সাড়ে ৭ শতাংশ জমি দান করলেও ওই জমি অন্য দাগে রয়েছে। গাছ আমাদের জমিতে। বিদ্যালয় অখ- জমি ভোগ করবে বিষয়টি আমাদের জানা ছিল না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যালয়ের গাছ কেটে নিচ্ছেন প্রভাবশালীরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ