প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : ২০১১-এর ভিট তারকা হাসিন রওশন জাহান অভিনয় থেকে বিদায় নিলেন। তাকে আর নতুন কোন নাটক ও বিজ্ঞাপনে দেখা যাবে না। মিডিয়া ছেড়ে হাসিন ঘর-সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন। হাসিন বলেন, ‘মিডিয়াতে আমি আর কোনো ধরনের কাজ করব না। এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। এখন থেকে পুরো সময়টাই আমি পরিবারের সাথে কাটাতে চাই। বিয়ের পর আমার স্বামী মারুফ আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন, সেইসাথে আমার পরিবারও। এখন তাদেরকে সময় দিতে চাই। তাই কারো কোনো চাপে নয়, নিজেই এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি জানি একদিন না একদিন আমাকে অভিনয় ছাড়তেই হবে। তাই আগেই বিদায় নিলাম।’ হাসিন তার মিডিয়ায় চলার পথে সহযোগিতার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিভিন্ন জাতীয় দৈনিক, চ্যানেলে, অনলাইন সংবাদ মাধ্যম, সহশিল্পী, বন্ধু, ভক্ত, ফলোয়ার, শুটিং ইউনিট, পরিচালক, প্রযোজক, বিশেষ করে তার আজকের অবস্থানে আসার প্লাটফরম চ্যানেল আইসহ সংশ্লিষ্ট সবার প্রতি। মিডিয়াতে হাসিন পাঁচ বছর কাজ করেছেন। হাসিন বলেন, ‘পাঁচটি বছর নিজের ক্যারিয়ারকে নিজের সন্তানের মতোই লালন করেছি। জানি খারাপ লাগবে। কিন্তু পরিবারের কথা ভেবেই অভিনয় থেকে সরে দাঁড়ালাম। সবাই আমার জন্য দোয়া করবেন।’ হাসিনের অভিনয় ছেড়ে দেয়া প্রসঙ্গে চ্যানেলে আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘পারফর্মিং আর্টে মেয়েদের জন্য পারিবারিক সাপোর্ট ছাড়া টিকে থাকা সম্ভব নয়। আমরা সবসময়ই প্রত্যেক শিল্পীর পারিবারিক সমর্থন নিয়েই তাদের পাশে থাকার চেষ্টা করেছি। শুধু তাই নয়, আমরা গ্রæমিং-এর মাধ্যমে সবাইকে এমনভাবে তৈরী করি যে অভিনয়ের সাথে সংশ্লিষ্ট না থাকলেও আমাদের প্রতিষ্ঠানেরই অঙ্গ প্রতিষ্ঠানে যেন যুক্ত থাকতে পারে। তবে আমি, আমরা সবসময়ই প্রেস মিডিয়ার প্রতি কৃতজ্ঞ আমাদের শিল্পীদের পাশে থাকার জন্য। হাসিনের জন্য শুভ কামনা রইলো।’ ভিট তারকা হবার পরপরই হাসিন তাহের শিপনের নির্দেশনায় নোবেলের বিপরীতে ‘আমাদের ছোট নদী’ নাটকে অভিনয় করেন। সকাল আহমেদ’র নির্দেশনায় ‘সখা হে’তে মাহফুজ আহমেদ’র বিপরীতে, তন্ময় তানসেনের নির্দেশনায় রওনক হাসানের বিপরীতে ‘নরম রোদের ওম’ নাটকে অভিনয় করে শুরুতেই প্রশংসিত হন। চলতি বছর অভিনয়ে স্বীকৃতিস্বরূপ হাসিন অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ‘আরটিভি স্টার অ্যাওয়ার্ড’। অমিতাভ রেজার নির্দেশনায় ‘নীহার ন্যাচারাল অয়েল’র বিজ্ঞাপনে মডেল হন। হাসিন অভিনীত উল্লেখ্যযোগ্য ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে রাজীবুল ইসলাম রাজীবের ‘নো ম্যানস ল্যান্ড’, দীপংকর দীপনের ‘গ্র্যান্ড মাস্টার’, জাহিদ হাসানের ‘উড়ামন’, এসএ হক অলিকের ‘সোনার সুতো’, কাফি বীরের ‘মেঘের ওপারে’ ইত্যাদি। মিডিয়াতে হাসিনের সবচেয়ে ভালো বন্ধু মেহজাবিন। মেহজাবিন বলেন, ‘হাসিন আমার খুব ভালো বন্ধু। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। অভিনয় দুনিয়াতে তাকে খুব মিস করবো। তবে আমাদের বন্ধুত্ব থাকবে আজীবন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।