Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রজন্মের গল্প-কথা নিয়ে চ্যানেল আই-তে শুরু হচ্ছে প্রজন্ম আগামী

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ২০১৪ ও ২০১৫ সালে সফল দুইটি সিজন শেষ করার পর চ্যানেল আইয়ের টিভি ভ্যারাইটি শো ‘প্রজন্ম আগামী’ আবার প্রচারিত হতে যাচ্ছে। মার্চ ৩০ তারিখ থেকে প্রতি বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে অনুষ্ঠানটি চ্যানেল আই-তে প্রচার শুরু হবে। তারুণ্যের আশা-আকাক্সক্ষা, জীবনযাত্রা, দেশ-সময়-রাজনীতি নিয়ে ভাবনা, সম্পর্ক, সোশ্যাল মিডিয়ার ব্যবহার-আসক্তি-প্রয়োগ, সহিংসতা, সহিষ্ণুতা, জাতীয়তাবোধ, লৈঙ্গিক সাম্যতা ইত্যাদি বিষয় নিয়ে সিজন ৩ এর বিভিন্ন পর্ব সাজানো হয়েছে। পাশাপাশি বর্তমান সময়ে সফল কিছু মানুষের সফলতার পেছনের গল্প, তরুণ প্রজন্মের কাছে তাদের প্রত্যাশা ইত্যাদি বিষয়ও উঠে আসবে অনুষ্ঠানটিতে।
প্রজন্ম আগামী সিজন ৩-এ এবার মোট ১৩টি পর্ব প্রচারিত হবে। সময়ের সাথে বদলে যেতে থাকা পারিবারিক মূল্যবোধ এবং সন্তানের ওপর পরিবারের প্রভাব বা পরিবারের ওপর সন্তানের প্রভাব কেমন সে বিষয়টিকে প্রাধান্য দিয়ে প্রজন্ম আগামীর প্রথম পর্বটি সাজানো হয়েছে। এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হবেন বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ এবং তার মেয়ে প্রযোজক ও মঞ্চ অভিনেত্রী এশা ইউসুফ। আলোচনার পাশাপাশি একটি সোশ্যাল এক্সপেরিমেন্টের মাধ্যমে তুলে ধরা হবে প্রজন্ম থেকে প্রজন্মে কীভাবে আমাদের ইচ্ছা, জীবনধারা, পছন্দ-অপছন্দ ইত্যাদি বদলে যাচ্ছে। এছাড়া ইউটিউব ও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আকারে ছড়িয়ে পড়া ‘হরিণ ছানার গান’ শিরোনামের একটি গান যেটি গেয়েছিলেন কানাডা প্রবাসী প্রকৌশলী মুনতাজার ও তার মেয়ে সেই গানের সূত্র ধরে দেশের বাইরে অবস্থান করা এসব বাবা-মা তাদের সন্তানদের কীভাবে বড় করছেন সে বিষয়ের ওপর থাকবে একটি বিশেষ পর্ব যেখানে উপস্থিত হবেন ‘হরিণ ছানার গান’ গাওয়া বাবা-কন্যা জুটি এবং থাকবে নতুন একটি গান। প্রজন্ম আগামীর প্রতিটি পর্বেই মিউজিকের জন্য আলাদা পর্ব থাকছে যেখানে মূলত উদীয়মান তরুণ শিল্পীরা তাদের গান নিয়ে উপস্থিত হবেন। প্রথম পর্বে আমন্ত্রিত শিল্পী হিসেবে গান গাইবেন মিনার। আগের সিজনের ধারাবাহিকতায় প্রজন্ম আগামীর এবারের পর্বগুলোও উপস্থাপনা করবেন আনিশা এবং জুনায়েদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রজন্মের গল্প-কথা নিয়ে চ্যানেল আই-তে শুরু হচ্ছে প্রজন্ম আগামী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ