Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজনৈতিক সঙ্কটের মধ্যেই ইইউ প্রতিনিধি দল মালদ্বীপে

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মালদ্বীপে চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল দেশটিতে পৌঁছেছে। দলটিতে যুক্তরাজ্য ও জার্মানির প্রতিনিধিও রয়েছে। এসব প্রতিনিধিরা বিরোধীদলীয় নেতাদের সঙ্গে দেখা করে মালদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের কথা শুনেছেন। গত বৃহস্পতিবার ইইউ এ প্রতিনিধি দল মালদ্বীপে পৌঁছিয়ে তাদের সাথে এ বৈঠক করেন বলে জানিয়েছে মালদ্বীপের সংবাদমাধ্যম সান অনলাইন। খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার তারা দেশটিতে পৌঁছেই বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অংশ নেওয়া বিরোধী দলগুলোর নেতাদের মধ্যে রয়েছেন নর্থ হেনভেয়েরু’র এমপি আব্দুল্লাহ শহিদ, জুমহুরি পার্টির এমপি আব্দুল্লাহ রিয়াজ এবং মাদুভারি এম মোহাম্মদ অমিত। একইসঙ্গে এ প্রতিনিধি দলটি সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন বলে কথা রয়েছে। মালদ্বীপের চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই ইইউ প্রতিনিধি দল দেশটিতে পৌঁছাল। দেশটির রাজনৈতিক সংকট নিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলংকা উদ্বেগ জানিয়েছে। সর্বোচ্চ আদালতের দেওয়া একটি ঐতিহাসিক আদেশকে কেন্দ্র করে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হওয়ার পরিপ্রেক্ষিতে গত সোমবার সন্ধ্যায় মালদ্বীপে জরুরি অবস্থা জারি করা হয়। জরুরি অবস্থা জারির পর মঙ্গলবার এ সংক্রান্ত আইনে কঠোরতা আনা হয়। গ্রেফতার হন প্রধান বিচারপতি আব্দুল্লাহ সাঈদ ও বিচারপতি আলি হামিদ। শুরু থেকেই সংকট নিরসনের ব্যাপারে ভারতের হস্তক্ষেপ চেয়ে আসছে মালদ্বীপের সুপ্রিম কোর্ট। সান অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ