Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পকে জিতিয়েছেন পুতিন : ডব্লিউ বুশ

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন রিপাবলিকান দলের রাজনীতিবিদ জর্জ ডবিøউ বুশ সরাসরিই দাবি করেছেন, ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনই জিতিয়েছেন। গত বৃহস্পতিবার আবুধাবিতে এক সম্মেলনে বুশ এমনটাই দাবি করেছেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন এটা বিশ্বাস তো দূরের কথা, অধিকাংশ মানুষের অনুমানেও তা ছিল না। সাবেক ফার্স্ট লেডি, পররাষ্ট্রমন্ত্রী এবং দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে নামা হিলারি ক্লিনটনের বিজয়ী হওয়ার সম্ভাবনাই ছিল বেশি। কিন্তু তাকে হারিয়ে দিয়ে রাজনীতিতে এক অর্থে অতিথি বললেও ভুল হবে না সেই ট্রাম্পই জিতে যান। ২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত আলোচিত সেই প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার আঁতাত নিয়েও তাই কম পানিঘোলা হয়নি। ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ