মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বিতর্কিত দক্ষিণ চীন সাগর। যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে এবার রাশিয়ার তৈরি এসইউ-৩৫ ফাইটার জেট বিতর্কিত দক্ষিণ চীন সাগরে মোতায়েন করল চীন। চীনা বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ চীন সাগরে নজরদারির জন্য ওই ফাইটার জেট পাঠায় চীন। পিপলস্ ডেইলির খবর অনুযায়ী, এই প্রথম এসইউ-৩৫ ফাইটার জেটের মোতায়েনের বিষয়ে জানায় পিপলস্ লিবারেশন আর্মি এয়ারফোর্স। ফাইটার জেটের এই অংশগ্রহণ ভবিষ্যতে চীনের কার্যক্ষমতা আরও বাড়িয়ে তুলবে বলে মত চীনা বিমান বাহিনীর। তবে মহড়া বা নজরদারির সময় সম্পর্কে কোনো কিছু উল্লেখ করেনি এই বাহিনী। এদিকে, এই অঞ্চলে এখানে চীনের আধিপত্য থাকলেও, যুক্তরাষ্ট্র তার প্রয়োজনে সময়ে সময়ে রণতরী এবং ফোর্স জেট পাঠায়। পিপলস্ ডেইলি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।