Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপালে সরকার গঠন করতে যাচ্ছে কমিউনিস্ট জোট

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নেপালের পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দেশটির কমিউনিস্ট পার্টিগুলো। নেপালের নির্বাচন কমিশন এ কথা জানিয়েছে। এর সুবাদে ঐতিহাসিক সাধারণ নির্বাচনের দুই মাস পর বামপন্থী জোটের সামনে পরবর্তী সরকার গঠনের পথ সুগম হলো। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে জানা যায়, নেপালের প্রধান কমিউনিস্ট পার্টি ও সাবেক মাওবাদী বিদ্রোহীদের জোট পার্লামেন্টের উচ্চকক্ষে শক্তিশালীভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গত বছর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল এখনো চূড়ান্ত হয়নি। তবে অসম্পূর্ণ এক হিসাবে বোঝা যাচ্ছে, পার্লামেন্টের নিম্নকক্ষেও এ কমিউনিস্ট জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। মাওবাদী গেরিলাদের সঙ্গে সরকারের দীর্ঘমেয়াদি সহিংস গৃহযুদ্ধের পর গত বছরের নির্বাচনের মধ্য দিয়ে নেপালের শাসন ব্যবস্থা রাজতন্ত্র থেকে ফেডারেল গণতন্ত্রে রূপান্তরিত হয়। যুদ্ধ-পরবর্তী নতুন সংবিধানের আওতায় দেশটিতে এটিই ছিল প্রথম নির্বাচন। রাজনৈতিক ব্যবস্থা ঢেলে সাজানোর লক্ষ্য নিয়েই এ নির্বাচনের আয়োজন করা হয়। সংবিধানের নতুন নির্বাচনের আইনগুলো কীভাবে প্রয়োগ করা হবে, তা নিয়ে মতানৈক্য থাকায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ বিলম্বিত হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, উচ্চকক্ষের মতো পার্লামেন্টের নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতাও কমিউনিস্ট পার্টির দিকে যাচ্ছে। দেশটির ইংরেজি দৈনিক রিপাবলিকার সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘আমরা আশা করছি, নতুন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষার অবসান হচ্ছে।’ এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ