Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনা নাগরিক হত্যায় ভারত জড়িত থাকতে পারে : এহসান

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এহসান ইকবাল বলেছেন, করাচিতে যে চীনা নাগরিক হত্যার শিকার হয়েছেন তার পেছনে ভারতের হাত থাকতে পারে। তিনি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, ভারতের আটক গুপ্তচর কুলভূষণ যাদব স্বীকার করেছেন যে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পে নাশকতা চালানোর কাজে ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত রয়েছে। পাক স্বরাষ্ট্রমন্ত্র্রী বলেন, “আমাদের প্রতিবেশী দেশটির প্রতিনিধিরা বলেই যাচ্ছেন যে, তারা পাকিস্তান-চীন বাণিজ্য সম্পর্ক গভীর হোক তা চান না।” এহসান ইকবাল বলেন, “কলভুষণ যাদব স্বীকারোক্তি দিয়েছেন যে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পে নাশকতামূলক কাজের জন্য নয়াদিল্লি প্রচুর পরিমাণে অর্থ বরাদ্দ দিয়েছে। করাচিতে সাম্প্রতিক চীনা নাগরিক হত্যাকাÐ এই গুপ্তরচরবৃত্তির অংশ হতে পরে। ভারত এর সঙ্গে জড়িত থাকতে পারে।” এহসান ইকবাল বলেন, শত্রুদের এইসব দূরভিসন্ধি সফল হবে না বরং পাক-চীন সম্পর্ক আরো জোরালো হবে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ