মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : শিকাগোভিত্তিক মালিকপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে তিক্ততার মধ্য দিয়ে যাওয়া লস অ্যাঞ্জেলেস টাইমসের সংবাদকর্মীরা বেশ আনন্দিত। কারণ ঐতিহ্যবাহী এ সংবাদমাধ্যমটির মালিকানা বদল হয়ে স্থানীয় এক বিলিয়নেয়ারের হাতে উঠছে। এ সুখবরে উল্লসিত কর্মীদের অনেকেই শ্যাম্পেনের বোতল খুলে আনন্দ প্রকাশ করেছে। ক্যালিফোর্নিয়াভিত্তিক লস অ্যাঞ্জেলেস টাইমসকে ৫০ কোটি ডলারে কিনে নেন স্থানীয় স্বাস্থ্যসেবা মোগল প্যাট্রিক সুন শিয়ং। চুক্তির আওতায় পত্রিকাটির সহযোগী প্রতিষ্ঠান দ্য সান ডিয়েগো ইউনিয়ন-ট্রিবিউনও রয়েছে। চিকিৎসক সুন শিয়ং তার ব্যক্তিগত বিনিয়োগ প্রতিষ্ঠান ন্যান্ট ক্যাপিটাল থেকে অর্থ প্রদান করবেন। চুক্তির আওতায় প্রায় ৯ কোটি ডলার পেনশন দায়ও গ্রহণ করেছেন তিনি। গত বুধবার সকাল সকাল এ চুক্তিটি যখন সম্পন্ন হচ্ছিল, তখন টাইমসের অনেক কর্মীই হয়তো ঘুমাচ্ছিলেন। সর্বশেষ এ খবরে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি কিছুটা প্রশমিত হওয়ার আশা করা হচ্ছে। সম্প্রতি পত্রিকাটির শীর্ষপর্যায়ে রদবদলসহ ইউনিয়নকরণ প্রচেষ্টা নিয়ে মালিকপক্ষ ও সংবাদকর্মীদের মধ্যে বেশ তিক্ত সম্পর্ক বিরাজ করছিল। সাম্প্রতিক মাসগুলোয় এ ঐতিহাসিক পত্রিকাটির ভেতরকার দ্ব›দ্ব-সংঘাতের কাহিনী বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে পড়ে। বিশেষ করে নিউইয়র্ক টাইমস, হাফিংটন পোস্ট, ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন সংবাদমাধ্যমে লস অ্যাঞ্জেলেস টাইমসের সংবাদকর্মী ও ম্যানেজমেন্ট টিমের মধ্যে তিক্ততার খবর প্রকাশ হতে থাকলে ১৩৬ বছরের পুরনো এ পত্রিকাটির পাঠক, অনুরাগীদের মনে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। হলিউডে যৌন হয়রানি বা ক্যালিফোর্নিয়ার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের খবর প্রকাশ দিয়ে আলোচনায় না এসে, বরং অন্তর্দ্ব›েদ্বর খবরে সামনে আসে টাইমস। এ পরিস্থিতিতে বিক্রির খবরটি একটি ইতিবাচক খবর হিসেবে দেখা দিয়েছে প্রতিষ্ঠানটির সংবাদকর্মী ও অনুরাগী পাঠকদের কাছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিক্রি প্রক্রিয়া কার্যকর হলে স্থানীয় মালিকপক্ষের অধীনে আসবে পত্রিকাটি। শান্ডলার পরিবার ২০০০ সালে ট্রঙ্কের কাছে পরিবারের হাতে বিক্রি করে দিলে স্থানীয় মালিকানা হারিয়েছিল ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি। ট্রঙ্ক মানে হচ্ছে ট্রিবিউন অনলাইন কনটেন্ট। এ প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছে শিকাগো ট্রিবিউন, বাল্টিমোর সান ও নিউইয়র্ক ডেইলি নিউজ। ট্রঙ্কের নিয়ন্ত্রণে রয়েছেন শিকাগোভিত্তিক বিনিয়োগকারী মাইকেল ডবিøউ ফেরো। নতুন মালিক সুন শিয়ং আশ্বস্ত করেছেন দীর্ঘদিন ধরে চলা করপোরেট নিয়ন্ত্রণ তিনি দূর করবেন। প্রতিষ্ঠানটি বেশ কয়েক বছর ধরে ব্যাপক ছাঁটাই, ব্যয় সংকোচন, উচ্চপর্যায়ের কর্তাদের ভাঙা-গড়ার মধ্য দিয়ে যাচ্ছিল। এর প্রভাব পড়েছিল পত্রিকাটির পারফরম্যান্সে। মালিকানা হস্তান্তরে যে শুধু সংবাদকর্মীরাই খুশি হয়েছে, ব্যাপারটি এমন নয়। এতদিন মালিকানায় রাখা ট্রঙ্কও যেন হাঁফ ছেড়ে বেঁচেছে। ট্রঙ্কের প্রধান নির্বাহী জাস্টিন ডিয়ারবর্ন একটি বিবৃতিতে বলেন, ‘দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস ও দ্য সান ডিয়েগো ইউনিয়ন ট্রিবিউনকে স্থানীয় মালিকানায় ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা নিশ্চিন্ত যে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অসাধারণ সাংবাদিকতার এ চর্চা অব্যাহত থাকবে।’ ডা. সুন শিয়ং বুধবার একটি বিবৃতিতে বলেন, ‘লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদক ও সম্পাদকরা যে পুরস্কার বিজয়ী সাংবাদিকতা করে আসছিলেন, সেটি অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।’ উল্লেখ্য, লস অ্যাঞ্জেলেস টাইমস ৪৪ বার পুলিৎজার পুরস্কার জিতেছে। নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।