Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ল লিয়াকত আলী লাকির

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকির চুক্তিভিত্তিক নিয়োগ আরো দু’বছর বৃদ্ধি করেছে সরকার। গত রোববার এ সংক্রান্ত একটি আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ১০ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে এ মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নাট্যব্যক্তিত্ব লাকির চুক্তির মেয়াদ তৃতীয় দফা বৃদ্ধি করা হলো। ২০১১ সালের ৭ এপ্রিল প্রথমবার শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পান। এরপর ২০১৩ সালের ১৮ ফেব্রæয়ারির পর সর্বশেষ ২০১৪ সালের ২৬ ফেব্রæয়ারি তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ল লিয়াকত আলী লাকির
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ