নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টপ অর্ডারের ব্যর্থতা অব্যাহত থাকল মিডল অর্ডারেও। দলের বিপদে এগিয়ে আসতে পারেনি টেলএন্ডাররাও। বাংলাদেশও লাঞ্চের আগেই শেষ ৬ উইকেট হারিয়ে গুটিয়ে গেল মাত্র ১১০ রানে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার লিড ১১২ রানের। মধ্যাহ্ন বিরতির আগে ২ ওভার ব্যাট করে তা বেড়ে দাঁড়ায় ১২১ রানে।
বাংলাদেশের শেষ ৫ উইকেট পড়েছে ৩ রান যোগ করতেই। ৭ বছর পর দেশের মাটিতে যা বাংলাদেশের দেড়শ রানের নিচে গুটিয়ে যাওয়ার প্রথম ঘটনা। এমন পিচে যে কিভাবে ব্যাট করতে হয় তা দেখিয়েছেন নাইট ওয়াচম্যান মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত এই বোলিং অল-রাউন্ডার আপরাজিত ছিলেন ৩৮ রানে।
৫৬ রানে ৪ উইকেট নিয়ে মিরপুরে দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। ৭৩ রানে লিটন দাশের (২৫) দৃষ্টিকটু বোল্ড আউটের মাধ্যমে শুরু। এরপর কিছুসময় মিরাজকে সঙ্গ দেন অধিনায়ক মাহমুদউল্লাহ। কিন্তু চায়নাম্যান অভিষিক্ত দনাঞ্জয়ার দারুণ এক ডেলিভারিতে মাহমুদউল্লাহ (১৭) বিদায় নিতেই সব শেষ। মোসাদ্দেক হোসেনের পরিবর্তে দলে আসা সাব্বির রহমানও কিছুই করতে পারেননি। দনাঞ্জয়ার বলে শর্ট মিড উইকেটে চান্দিমালকে ক্যাচ প্রাকটিস করান সাব্বির (০)। লাকমলের পর অভিষিক্ত দনাঞ্জয়াও নেন সমান ৩টি উইকেট।
এ নিয়ে প্রথম ৪ সেশনেই ২০ উইকেটের পতন দেখল মিরপুর!
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ১ম ইনিংস : ৪৫.৪ ওভারে ১১০ (প্রথম দিন শেষে ৫৬/৪) (তামিম ৪, ইমরুল ১৯, মুমিনুল ০, মুশফিক ১, লিটন ২৫, মিরাজ ৩৮*, মাহমুদউল্লাহ ১৭, সাব্বির ০, রাজ্জাক ১, তাইজুল ১, মুস্তাফিজ ০; লাকমল ১২-৪-২৫-২, দিলরুয়ান ১১.৪-৪-৩২-২, দনঞ্জয়া ১০-২-২০-৩, হেরাথ ১২-১-৩১-০)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।