Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীপিকা সম্পর্কে কী বলেন কঙ্গনা

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বলিউডের প্রথম সারির দুই অভিনেত্রী কঙ্গনা রানৌত আর দীপিকা পাডুকোনের মাঝে যে নীরব বিবাদ চলছে তা আর যেন থামছে না। এই বিবাদের সূচনা হয়েছিল গত বছর যখন দীপিকা ‘হ্যাপি নিউ ইয়ার’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হয়েছিলেন। দীপিকা সে সময় তার পুরস্কারটি ‘কুইন’ ফিল্মে কঙ্গনার পারফরমেন্সকে উৎসর্গ করেছিলেন। এ বিষয়টি কঙ্গনা ঠিক স্বাভাবিকভাবে নিতে পারেননি।
কঙ্গনা সে সময় বলেছিলেন, দীপিকা যদি এ বিষয়ে অকপট হতেন তাহলে তাকে ব্যক্তিগতভাবে তা জানাতে পারতেন।
সম্প্রতি যা ঘটেছে তাতে এই দুই অভিনেত্রীর বিবাদ বাড়বে বই কমবে না। ২৮ বছর বয়সী কঙ্গনা সম্প্রতি ফ্যাশন ব্র্যান্ড মেলাঙ্গের প্রতিনিধি হিসেবে ‘বাজিরাও মাস্তানি’ তারকাটির স্থলাভিষিক্ত হয়েছেন।
এ সময় কঙ্গনাকে দীপিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘প্রতিটি ব্র্যান্ডেরই নতুন করে প্রকাশিত হওয়ার সময় আসে আর এখন তাদের অবস্থান আরও শক্তিশালী। প্রতিবার কোনো ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে হলে কারও না কারও তো স্থলাভিষিক্ত হতেই হবে। আমরা আসলে একে অন্যের পরিপূরক।’
কঙ্গনাকে আগামীতে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘রেঙ্গুন’ চলচ্চিত্রে দেখা যাবে। এতে তার সহ-অভিনেতা হিসেবে আছেন শাহিদ কাপুর এবং সাইফ আলি খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দীপিকা সম্পর্কে কী বলেন কঙ্গনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ