Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাম্পে অবহেলিত যোগ্যরা!

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আসন্ন এশিয়ান গেমসের ১৮তম আসরকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে ১৩ ফেব্রæয়ারি। প্রাথমিকভাবে নির্বাচিত ৩৫জন ফুটবলারকে নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ( বিকেএসপি) হবে এই ক্যাম্প। বিশ্বস্ত সুত্র জানায়, গত মৌসুমে ঘরোয়া লিগ ও টুর্নামেন্টে যারা ভালো পারফরম্যান্স করেছেন কেবল তাদেরই এ ক্যাম্পে রাখছেন জাতীয় দলের প্রধান কোচ অ্যান্ড্রু ওর্ড। প্রাথমিক স্কোয়াড ঘোষনা না হলেও কোচ ওর্ডের পছন্দের ৩৫ জনের মধ্যে ২৬ ফুটবলার প্রথমদিন থেকেই ক্যাম্পে যোগ দেবেন। বাকি নয় জন ২১ ফেব্রæয়ারি দলের সঙ্গে যোগ হবেন। সুত্রটি আরও জানায়, এএফসি কাপের জন্য জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর কোনো খেলোয়াড়কে রাখা হয়নি। এই তালিকায় সর্বাধিক খেলোয়াড় রয়েছেন চট্টগ্রাম আবাহনীর। দলটির ৯ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে। তবে অবহেলিত থেকেছেন বেশ কিছু যোগ্য ফুটবলার যারা সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও চলমান স্বাধীনতা কাপে নজরকাড়া পারফরমেন্স দেখিয়েছেন। এমন ১৩ জনের নাম উল্লেখ করা যেতে পারে। এরা হলেন- চট্টগ্রাম আবাহনীর মনসুর আমিন (ডিফেন্ডার), শাখাওয়াত রনি (স্ট্রাইকার) ও সোহেল রানা (মিডফিল্ডার), সাইফ স্পোর্টিং ক্লাবের শাকিল আহমেদ ও আরিফুল ইসলাম (ডিফেন্ডার), সাজিদ (স্ট্রাইকার) ও পাপ্পু (গোলরক্ষক), মোহামেডানের রেজাউল রেজা (ডিফেন্ডার), শেখ রাসেল ক্রীড়া চক্রের খালেকুরজ্জামান সবুজ (ডিফেন্ডার), আরামবাগ ক্রীড়া সংঘের মো: জুয়েল (স্ট্রাইকার), আরাফাত (মিডফিল্ডার) ও আজম খান (গোলরক্ষক) এবং শেখ জামালের ওমর ফারুক বাবু (মিডফিল্ডার)। ফুটবলবোদ্ধারা মনে করেন, এসব খেলোয়াড়দের জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা দিলে তারা আরো বেশী উজ্জীবত হয়ে নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করতেন। এই তালিকা থেকে এমন কিছু ফুটবলার বের হয়ে আসতেন যারা ভবিষ্যতে জাতীয় দলের জন্য আশির্বাদ হয়ে দেখা দিতেন।
আগামী ১৮ আগস্ট ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেমবাং শহরে বসছে এশিয়ান গেমসের ১৮তম আসর। এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ ১৪টি ডিসিপ্লিনে অংশ নেবে। যার অন্যতম হচ্ছে পুরুষ ফুটবল। পুরুষ ফুটবলে দীর্ঘ দিন জাতীয় দলের কোন অ্যাসাইনমেন্ট না থাকায় এশিয়ান গেমসকে ঘিরে বেশ তৎপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ আসরে ভালো করতে একটি শক্তিশালী জাতীয় দল গঠনই তাদের লক্ষ্য। তাই বেশ আগে-ভাগেই প্রস্তুতি শুরু করতে চায় বাফুফে। যে লক্ষ্যে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ