Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিকো-ইব্রাহিমের বিরুদ্ধে সাইফের অভিযোগ

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : নিজেদের দুই খেলোয়াড় উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম ও গোলরক্ষক আনিছুর রহমান জিকোর বিরুদ্ধে চুক্তির নিয়ম ভঙ্গ ও প্রতারনার অভিযোগ এনেছে সাইফ স্পোর্টিং ক্লাব। এ ব্যাপারে তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শৃঙ্খলা কমিটির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পত্রে সাইফ কর্র্তৃপক্ষ এ দুই ফুটবলারকে পাঁচ বছরের জন্য ঘরোয়া ফুটবলে নিষিদ্ধ এবং আর্থিক দন্ড প্রদানের অনুরোধ জানায়। বাফুফের অনুমতিক্রমে প্রয়োজনে এশিয়ান ফুটবল কনফেডারেশনেও (এএফসি) ইব্রাহিম ও জিকোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরিকল্পনা রয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষের। ইব্রাহিম-জিকো দু’জনই সাইফের ২০১৬-১৭ মৌসুমের চুক্তিবদ্ধ খেলোয়াড়।
জিকোর বিরুদ্ধে অভিযোগ, সে এএফসি কাপে সাইফে থাকার পরও মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে হোম ম্যাচে খেলেনি। গত ২৩ জানুয়ারির আগেই দু’দিনের ছুটি নিয়ে জিকো নিজ জেলা কক্সবাজারের চলে যান। ছুটি শেষে ক্যাম্পে তো ফেরেননি এবং ক্লাবের সঙ্গে কোনো প্রকার যোগাযোগও করেননি। এএফসি কাপে না খেলে নাকি জিকো তার এলাকায় ২৯ ও ৩০ জানুয়ারি দু’টি খ্যাপ (ভাড়ায় ম্যাচ খেলা) খেলেছেন। এমন অভিযোগও করেছে সাইফ স্পোর্টিং ক্লাব।
আর ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে নাকি ইনজুরির নাটক সাজিয়ে এএফসি কাপে টিসি স্পোর্টসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি (৩০ জানুয়ারি) খেলেননি। গত ২৫ জানুয়ারি অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েন ইব্রাহিম। এ কথা ক্লাব কর্তৃপক্ষকে জানালে ২৬ জানুয়ারি তাকে অনুশীলন থেকে বিরত রাখা হয়। বিশ্রামে থাকতে চাওয়ায় ইব্রাহিমকে মালদ্বীপে নিয়ে যাওয়া হয়নি। তাকে রেখেই দল মালদ্বীপে টিসি স্পোর্টসের বিপক্ষে খেলতে যায়। দল যখন এএফসি কাপ খেলতে যায় সে সময় নিজ জেলা কক্সবাজারের চলে যান ইব্রাহিম। এবং জিকোর মতো ইব্রাহিমও সেখানে গিয়ে দু’টি খ্যাপ খেলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ