Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধোনির রেকর্ড

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ উইকেটরক্ষক হিসেবে ৪০০ ডিসমিজালের রেকর্ড গড়েছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে তৃতীয় ম্যাচে এইডেন মার্করামকে স্টাম্পড করে ৫০ ওভার ফর্মেটে ৪০০ ডিসমিজাল পুর্ন করেন সাবেক ভারত অধিনায়ক। কেবল তাই নয় ওয়ানডে ক্রিকেট ইতিহাসে একশ’র বেশি স্টাম্পিং-এর রেকর্ড গড়া একমাত্র উইকেটরক্ষক এখন কেবল ধোনি।
ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ডিসমিজালের রেকর্ডটি শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার(৪৮২)। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার সাবেক তারকা এডাম গিলক্রিস্ট (৪৭২) এবং তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় মার্ক বাউচার (৪২৪)।
পরশু কেপ টাউনে ৬ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচটি ১২৪ রানে জিতে ৩-০ তে এগিয়ে গেছে ভারত। অধিনায়ক বিরাট কোহলির অপরাজিত ১৬০ রানে ভর করে ভারতের ৩০৩ রানের জবাবে ১০ ওভার বাকি থাকতে ১৭৯ রানে গুটিয়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ভারতের দুই স্পিনার যোগেন্দ্র চাহাল ও কুলদ্বিপ যাদব নেন সমান ৪টি করে উইকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ