Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামে গ্রেনেড হামলায় ৯ জওয়ান আহত

এটা মনিপুরে নিরাপত্তা বাহিনীর ওপর এ ধরনের দ্বিতীয় হামলা

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইমফালের কড়া নিরাপত্তাবেষ্টিত ট্রানজিট ক্যাম্পের ভেতরে অজ্ঞাত ব্যক্তিদের নিক্ষিপ্ত গ্রেনেডে আসাম রাইফেলসের অন্তত নয় জওয়ান আহত হয়েছে। সূত্র জানিয়েছে, এটা মনিপুরে নিরাপত্তা বাহিনীর ওপর এ ধরনের দ্বিতীয় হামলা। সরকারি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যা ৫.৫০ মিনিটের দিকে দুটো গ্রেনেড বিস্ফোরিত হলে ওই জওয়ানরা আহত হয়। আহতদের ট্রানজিট ক্যাম্প থেকে আসাম রাইফেলসের জওয়ানদের জন্য নির্ধারিত হাসপাতালে নেয়া হয়েছে। মনিপুরের পুলিশ মহাপরিদর্শক (ডিজিপি) এলএম খাউটে এবং আসাম রাইফেলসের শীর্ষ কর্মকর্তারা বিস্ফোরণস্থল পরিদর্শন করেন। কর্মকর্তারা ইমফালের স্টেট পুলিশ কমান্ডো কমপ্লেক্সের কাছে অবস্থিত ওই ক্যাম্পে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হয়নি। এমন সময় এই বিস্ফোরণ হলো যখন আসাম রাইফেলসের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শোকিন চৌহান রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের সাথে তার সরকারি বাসভবনে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন। সিং এই ঘটনার নিন্দা জানান এবং বলেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর চেকিং এবং তল্লাশির কারণে কিছু সমস্যার সৃষ্টি হলেও সেটা মেনে নিতে জনগণের প্রতি আহŸান জানান তিনি। সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ হওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বা কোন গ্রুপ এ জন্য দায় স্বীকার করেনি। ১৫ জানুয়ারি থেকে ইমফালে এটি তৃতীয় দফা হামলার ঘটনা ঘটলো। গত ১৫ জানুয়ারি ইমফাল সিটির কেন্দ্রস্থলে ঐতিহাসিক পোলো গ্রাউন্ডের কাছে স্থাপিত ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রানজিট ক্যাম্প- এম সেক্টরের কাছে একটি বিস্ফোরণ ঘটেছিল। সোমবার সন্ধ্যায় পোলো গ্রাউন্ডে দুটো হ্যান্ড গ্রেনেডের বিস্ফোরণে দুজন আসাম রাইফেলসের জওয়ান আহত হয়। সেখানে আসাম রাইফেলসের সহায়তায় একটি ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছিল। সাউথ এশিয়ান মনিটর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ