Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উ. কোরিয়াকে অপ্রতিরোধ্য জবাব দেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার যেকোনো ধরনের উসকানির জবাব দ্রæত, অপ্রতিরোধ্য এবং অত্যন্ত কার্যকর উপায়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তিনি বলেন, প্রয়োজনে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গতকাল বৃহস্পতিবার মার্কিন এই ভাইস প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়া ইস্যুতে যেকোনো ধরনের ব্যবস্থা নেয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে। পিয়ংইয়ংয়ের হুমকি মোকাবিলায় সম্ভাব্য সব উপায় টেবিলে রয়েছে। জাপানের রাজধানী টোকিওর বাইরে মার্কিন ও জাপানি সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলার সময় পিয়ংইয়ংয়ের পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টানতে উত্তর কোরিয়ার ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত রাখার আহŸান জানান মাইক পেন্স। দক্ষিণ কোরিয়ার পিইয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়া অংশ নিচ্ছে। উত্তর কোরিয়া অংশ নেয়ায় অনেকেই দক্ষিণের আয়োজিত অলিম্পিক আসরকে ‘শান্তির অলিম্পিক’ বলে মন্তব্য করছেন। এএফপি,বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ