Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে ৩টি স্থানে হামলা গুলি আহত ১০ আটক ১

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ৫:৫৭ পিএম

জিয়া আফরানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার পর নোয়াখালীর বিভিন্ন স্থানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। বিকাল তিনটায় রায় ঘোষণার পর জেলা জজকোর্ট এলাকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে একটি মিছিলে ছাত্রলীগ সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ৫জন আহত হয়। জেলা বিএনপি সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুর রহমান অভিযোগ করেন যে, শান্তিপূর্ণ মিছিলের উপর ছাত্রলীগ পরিকল্পিতভাবে হামলা চালায়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময় দত্তেরহাট বাজারে বিএনপি সমর্থকদের একটি মিছিলে পুলিশ বাধাপ্রদান করে। এক পর্যায়ে মিছিলকারীদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। এসময় শামীম নামক এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়। হতিয়া উপজেলার ওছখালী প্রধান সড়কে বিএনপির একটি বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগ সমর্থকরা হামলা চালায়। এতে বিএনপি’র ৫ কর্মী আগত। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলী বর্ষন করে। ঘটনাস্থল থেকে পুলিশ আজমীর নামক এক বিএনপি কর্মীকে আটক করে। মামলার রায়কে কেন্দ্র করে সকাল থেকে জেলা সড়কে যানবাহন চলাচল কম ছিল। দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। অফিস আদালত ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পুলিশ মোতায়েন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও বিজিবি বিভিন্নস্থানে টহল দিচ্ছে ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত ১০ আটক ১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ