Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপিল করতে বলেছেন ম্যাডাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:৩১ পিএম

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচবছরের দণ্ড পাওয়ার পর আইনজীবীদের আপিলের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে বকশীবাজারে বিশেষ আদালতের বাইরে খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ কথা জানান।
তিনি বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) আমাদের আপিল করার নির্দেশ দিয়েছেন। রায়ের সার্টিফাইড কপির জন্য আবেদন জমা দিয়েছি। ওটা হাতে পেলেই আমরা আপিল করবো।
ব্যারিস্টার মাহবুব বলেন, ‘এটা একটা ফলসকেস, ফলস অ্যাভিডেন্স। আমরা আশা করছি উচ্চ আদালতে ন্যায়বিচার পাবো।’
এর আগে অর্থ আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পাঁচ বছরে কারাদণ্ড দেন বকশীবাজারে কারা অধিদফতরের মাঠে স্থাপিত আদালতের ও ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান। পাশাপাশি তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যাডাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ