Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীবরদীর ঝগড়ারচরে দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়েছে

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১:৪৪ পিএম

বৃহস্পতিবার সকাল থেকে শেরপুর জেলার অবস্থা শান্তিপূর্ণ রয়েছে। পুলিশ বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারা শহরে এবং গুরুত্বপূর্ণ স্থানসমুহে টহল দিচ্ছে।
তবে ভোর সাড়ে ৬টার দিকে শ্রীবরদী উপজেলার চরাঞ্চলের ঝগড়ারচর বাজারে পাথর বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। আগুনে ট্রাকটির আংশিক পুড়ে গেছে। এসময় এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকটি পাথর বোঝাই করে রৌমারী থেকে শেরপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ঝগড়ারচর বাজারে ট্রাকটি থামিয়ে ড্রাইভার ট্রাকে ঘুমচ্ছিল। আগুনলাগারপর সে ট্রাক থেকে নেমে আসে। এছাড়া শেরপুর থেকে দূরপাল্লার গাড়ীগুলো সীমিত আকারে চলাচল করছে।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে কি কারণে দুর্বৃত্তরা আগুন দিয়েছে তা জানা যায়নি। এটি রাজনৈতিক কোন ব্যাপার নাও হতে পারে।
এছাড়া দুই প্লাটুন বিজিবিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
জেলা বিএনপি’র নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে গা-ঢাকা দিয়েছে। গত তিন দিনে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলীসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে শেরপুরে চার জন বিনএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ