Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

অ্যাসাঞ্জের বিরুদ্ধে ব্রিটিশ গ্রেফতারি পরোয়ানা বহাল

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ওপর থেকে ব্রিটিশ গ্রেফতারি পরোয়ানা সরছে না। গত মঙ্গলবার তার গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। ২০১২ সালে ধর্ষণের অভিযোগে সুইজারল্যান্ডের আদালতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা হয়। অ্যাসাঞ্জ অবশ্য ওই অভিযোগ অস্বীকার করে আসছেন। তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতে পারে এই আশংকায় ওই সময় যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। গত বছর সুইজারল্যান্ড অ্যাসাঞ্জের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নিয়েছে। ইকুয়েডর দূতাবাস থেকে বের হলে যুক্তরাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে বলে আশংকা প্রকাশ করেছিলেন তিনি। যুক্তরাজ্য পুলিশ অ্যাসাঞ্জের আশংকা সত্য বলে জানিয়েছে। অ্যাসাঞ্জের আইনজীবী লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতকে জানিয়েছেন, জামিনের শর্ত লঙ্ঘনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাজ্য পুলিশের যে গ্রেফতারি পরোয়ানা জারি আছে তা প্রত্যাহার করা উচিত। কারণ, সুইডেনের আদালত ইতিমধ্যে উইকিলিকস প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিয়েছে। গত মঙ্গলবার আদালত অ্যাসাঞ্জের আবেদন খারিজ করেছে। বিচারক এমা আরবাথনট বলেছেন, আমি মনে করি না গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা উচিত।’ এর কারণ হিসেবে বলেন নির্দিষ্ট সময়ে আদালতে হাজিরের শর্তে তাকে জামিন দেওয়া হয়েছিল। যেহেতু তিনি আদালতে হাজিরা দেননি সেহেতু তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল থাকবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ