Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজকীয় সমাধি তাজমহল হবে তেজমন্দির : বিনয়

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভালোবাসার নিদর্শন হিসেবে যার উদাহরণ হরহামেশাই দেয়া হয় সেই রাজকীয় সমাধি তাজমহলকে খুব শিগগিরই মন্দিরে রূপান্তর করা হবে বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য বিনয় কাতিয়ার। তিনি সেই মন্দিরের একটি নামও ইতোমধ্যে ঠিক করে ফেলেছেন। নাম তেজ মন্দির। গত সোমবার তার এ বিতর্কিত মন্তব্যে পুনরায় সমালোচনার জন্ম দিয়েছে। আগামী ১৮ ফেব্রæয়ারি থেকে আগ্রায় তাজ মহোৎসব শুরু হওয়ার কথা রয়েছে। আর সেই মহোৎসবের উদ্বোধনের দিন প্রধান অতিথি হিসেবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল রাম নায়েকেরও উপস্থিত থাকার কথা রয়েছে। এমন সময় বিজেপির এই নেতার এমন মন্তব্য আসলো। ১০ দিন ধরে অনুষ্ঠিতব্য ওই উৎসব প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আপনি এটাকে তাজ মহোৎসব কিংবা তেজ মহোৎসব যেকোনো একটি বলতে পারেন। কারণ এ দুটো একই বিষয়। তাজ ও তেজের মধ্যে খুব একটা পার্থক্য নেই। আমাদের তেজ মন্দিরটিই আওরাঙ্গজেব (আসলে সম্রাট শাহজাহান) কবরস্থানে রূপান্তর করেছিল। ফলে খুব দ্রæতই তাজমহলকে তেজমন্দিরে পরিণত করা হবে।’ স্ক্রল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ