Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিউলে কিম জং-উনের প্রভাবশালী বোন

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আসন্ন শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের প্রভাবশালী বোন কিম জো-জং। বুধবার তিনি সিউল পৌঁছান বলে দেশটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আগামী শুক্রবার এই গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। কিম জো-জং উত্তর কোরিয়ার প্রয়াত কিম জং-ইলের কনিষ্ঠতম কন্যা নেতা এবং বর্তমান প্রেসিডেন্ট কিম জং-উনের ছোট বোন। কিম জো-জং’র ক্ষমতা বৃদ্ধি করতে গত বছর তাকে দলের পলিটব্যুরোর দায়িত্ব দেয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উভয় কোরিয়াই একই পতাকাতলে মার্চে অংশে নেবে। উত্তর অংশ অংশগ্রহণকে দ্বিপাক্ষিক সম্পর্কে জোরদারের একটি অংশ হিসাবে দেখা হচ্ছে। তবে, বিশেষজ্ঞদের মতে এই সফর উত্তর কোরিয়ার পারমাণবিক উচ্চাভিলাষের ওপর কোনো প্রভাব ফেলার সম্ভাবনা নেই। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে অপ্রচারের উদ্দেশ্যেই উত্তর কোরিয়া অলিম্পিককে ব্যবহার করছে এবং পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটি তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য পাঠাচ্ছে। চিয়ার লিডারদের একটি দল সহ উত্তর কোরিয়ার ২৮০ সদস্যের অধিকাংশ প্রতিনিধিই বুধবার দক্ষিণ কোরিয়া এসে পৌঁছেছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন উত্তর কোরিয়ার ক্রীড়া মন্ত্রী কিম ইল-গুক। প্রতিনিধিদলে ২২৯ জন চিয়ারলিডার, জাতীয় অলিম্পিক কমিটির চারজন কর্মকর্তা, ২৬ জন তায়কান্দো খেলোয়াড় এবং ২১ জন সাংবাদিক রয়েছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ