Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সতর্ক থেকে পুলিশকে সহযোগিতা করবে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১২:১১ এএম, ৭ ফেব্রুয়ারি, ২০১৮


স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ আজ থেকেই সর্তক পাহারায় সজাগ থাকবে। যেকোন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার প্রয়োজনে পুলিশকে সহযোগিতা করবে।
রায়ের দিন বিএনপি অরাজকতা করার চেষ্টা করতে পারে এমন শঙ্কার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা সেদিন প্রকাশ্য দিবালোকে হাইকোর্টের সামনে পুলিশের প্রিজন ভ্যানে আক্রমণ করে ভাংচুর চালায়। রাইফেল পর্যন্ত ভাংচুর করেছে। তাদের আসামী ছিনিয়ে নেয়ার বিষয়টি কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। এটা কোন সাধারণ অপরাধ নয়। এটা গুরুতর অপরাধ। এই ধরনের ঘটনা যারা ঘটাতে পারে তারা ৮ তারিখেও নাশকতায় আশ্রয় নিতে পারে, পুলিশের কাছে কিছু কিছু ইনফরমেশন ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রিজারভেশন আছে বলেও জানান সেতুমন্ত্রী।
আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর এই সভায় দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। সভা শেষে রায়ের দিন নিজেদের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নেই আবারো এমনটা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা পাল্টাপাল্টি কোনো প্রকার কর্মসূচি নেইনি। আমাদের এখানে সহযোগী ও সিটির নেতারা এসেছিল। তাদেরকে বলা হয়েছে, আমাদের পক্ষ থেকে কোন প্রকার উসকানি যেন না দেয়। আমরা যেন কোন প্রকার উসকানি না দেই। কারণ আমরা ক্ষমতায় আছি। আমরা কোন দায়ে পড়ে অশান্তি ডেকে আনবো? ক্ষমতাসীন দল দায়ে পড়ে কেন দেশে স্থিতিশীলতা ও শৃখলা নষ্ট করবে? দেশ তো শান্তিতে চলছে। আমরা কেন অশান্তি ডেকে আনবো? আমাদের প্রয়োজন নাই।
সভায় আওয়ামী লীগ নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আবদুস সোবহান গোলাপ, আব্দুস সবুর, হাবিবুর রহমান সিরাজ, সুজিত রায় নন্দী, দেলোয়ার হোসেন, আবদুস সাত্তার, ফরিদন্নাহার লাইলী, ডা. রোকেয়া সুলতানা, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এসএম কামাল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাদেক খান, দক্ষিণের শাহে আলম মুরাদ, যুবলীগের হারুনুর রশিদ, স্বেচ্ছাসেবক লীগের মোল্লা মো. আবু কাওছার, মহিলা আওয়ামী লীগের সাফিয়া খাতুন, মাহমুদা বেগম কৃক, যুব মহিলা লীগের নাজমা আকতার, অধ্যাপিকা অপু উকিল, ছাত্রলীগের সাইফুর রহমান, এসএম জাকির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ:


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ