নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : আসন্ন আইপিএলে তাকে নিয়ে কেন ফ্রাঞ্জাইজি দলগুলো টানাটানি করেছিল তার প্রমাণ আবারো দিলেন তরুণ লেগ-স্পিনার রশীদ খান। একই দিনে ঝলসে ওঠলেন মোহাম্মদ নবীও। শারজাহতে অনুষ্ঠিত প্রথম টি-২০তে আফগানস্তানও জিম্বাবুয়েকে হারায় ৫ উইকেটের বড় ব্যবধানে।
গত মাসেই ভারতীয় প্রিমিয়ার লিগের নিলামে রশীদ খানকে ১.৪১ মিলিয়ন মার্কিন ডলারে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। তরুন এই লেগ স্পিনার নির্ধারিত ৪ ওভারে মাত্র ১৯ রানের বিনিময়ে পরশু রাতে তুলে নেন ৩ উইকেট। ফলে ৫২ রানের উদ্বোধনী জুটির পরও ৯ উইকেটে ১২০ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। ওপেনিং ব্যাটসম্যান সলোমোন মিরে করেন সর্বোচ্চ ৩৪ রান। ১৬ বলে ২৭ রানে অপরাজিত থাকেন ম্যালকম ওয়ালার।
জবাবে ৮৫ রানে ৫ উইকেট হারালেও এক প্রান্ত আগলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন নবী। ২৭ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ম্যাচ সেরা অপরাজিত ৪০ রান করেন এই অল-রাউন্ডার। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি গেল রাতে একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা। আগামী ৯ ফেব্রæয়ারি থেকে দুই দলের মধ্যে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।