Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ডেমোক্রেটদের নথি প্রকাশে কংগ্রেস কমিটির অনুমোদন

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এফবিআইয়ের ‘পক্ষপাতদুষ্ট কর্মকাÐের প্রমাণস্বরূপ’ প্রকাশিত রিপাবলিকান মেমোর যুক্তি খÐন করে লেখা ডেমোক্রেটদের ১০ পৃষ্ঠার একটি নথি (মেমো) প্রকাশে অনুমোদন দিয়েছে কংগ্রেসের হাউস ইন্টিলিজেন্স কমিটি। গত সোমবার রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কমিটিতে মেমো প্রকাশের আবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে হাউস কমিটির অনুমোদনেই মেমোটি আলোর মুখ দেখছে না; লাগবে প্রেসিডেন্টের সম্মতি। এ বিষয়ে সিদ্ধান্ত দিতে ট্রাম্পের হাতে শুক্রবার পর্যন্ত সময় আছে। ডেমোক্রেটরা বলছেন, মেমোটিতে গত সপ্তাহে প্রকাশিত চার পৃষ্ঠার রিপাবলিকান নথির খুঁতগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ