মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিদেশী অভিবাসীদের ‘সামাজিক বোমা’ (সোশ্যাল বোম্ব) হিসেবে আখ্যায়িত করেছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। তিনি বলেছেন, ইতালিতে এসব বোমা বিস্ফোরিত হওয়ার জন্য প্রস্তুত। দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, যদি পুনর্নির্বাচিত হন তাহলে ইতালি থেকে ৬ লাখ অবৈধ অভিবাসীকে ফের করে দেবেন। উল্লেখ্য, আয়কর ফাঁকির অভিযোগে আগামী জাতীয় নির্বাচনে নিষিদ্ধ হয়েছেন ৮১ বছর বয়সী বারলুসকোনি। তবে তিনি জোট বেঁধেছেন মধ্য-ডানপন্থিদের সঙ্গে। যদি তার এই জোট ক্ষমতায় আসে তাহলে তিনি ইতালি থেকে ওই অভিবাসীদের বের করে দেয়ার কথা বলেন। সিলভিও বারলুসকোনি একটি টেলিভিশনে সাক্ষাতকারে এসব কথা বলেন বলে খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। এতে বারলুসকোনি বলেন, অভিবাসন একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কয়েক বছর বাম ঘরানার সরকার ক্ষমতায় থাকায় ইতালিতে এখন অবৈধ অভিবাসীর সংখ্যা ৬ লাখ। এসব শ্রমিকের ইতালিতে থাকার কোন অধিকার নেই। ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।