Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প কি স্ত্রী’র হাত ধরতে চেয়েছিলেন

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম



ইনকিলাব ডেস্ক : হোয়াইট হাউজ থেকে বের হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মেলানিয়ার পরনে একটি লম্বা হলুদ রঙের ওভারকোট। পথচলার এক ফাঁকে স্ত্রী’র হাত ধরতে চান ডোনাল্ড ট্রাম্প। কিন্তু  ব্যর্থ হন। কেননা, মেলানিয়ার ওভারকোটটি কাঁধের উপর ঝোলানো থাকলেও হাত কোর্টের হাতার ভেতরে ছিলো না। গত সোমবারও ওহিওর উদ্দেশ্যে দুইজন রওনা দেওয়ার সময় বিমানে ওঠার আগে এমন দৃশ্যের অবতারণা হয়।  টুইটারে এক নারী মজা করে বলেছেন, ‘আমি বুঝতে পেরেছি, ট্রাম্প যাতে হাত ধরতে না পারে, এই জন্যেই মেলানিয়া কাঁধে কোর্ট পরেছে।’ আরেকজন বলেছেন,‘মেলানিয়ার যেই পাশে ট্রাম্প থাকেন সেই হাতেই কিছু ধরে রাখতে পছন্দ করেন মেলানিয়া, যেনো তাঁর হাত না ধরা যায়।’ এনবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ