Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডি ভিলিয়ার্স ও ডু প্লেসি’র পর এবার ডি ককও!

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : এমনিতেই চোটের কারণে বিপর্যস্থ দক্ষিণ আফ্রিকা শিবির। উদ্বেগের বিষয় হলো ক্রমেই বড় হচ্ছে এই তালিকা। এবি ডি ভিলিয়ার্স ও ফাফ ডু প্লেসিসের পর এবার ওই তালিকায় যুক্ত হলেন দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইনটন ডি কক। বাঁ হাতের কব্জির ইনজুরির কারণে ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের বাকি চার ম্যাচ ও টি২০ সিরিজে খেলতে পারবেন না তিনি।
সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরির কবলে পড়েন ডি কক। সুস্থ্য হতে দুই থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। তার বদলি হিসেবে কাউকে দলে না নেয়ায় আগামীকাল কেপ টাউনে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে অভিষেক ঘটতে পারে উইকেটরক্ষক হেনরিচ ক্লাসেনের।
ভারতের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজ মাঠে সিরিজ খেলবে প্রোটিয়ারা। আগামী ১লা মার্চ ডারবানে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খুব একটা সুবিধা করতে পারেননি ডি কক। দুই ম্যাচে তার ব্যাটিং থেকে এসেছে যথাক্রমে ২০ ও ৩৪ রান। এর আগে টেস্ট সিরিজেও ব্যাট হাতে ধুঁকতে হয়েছে এই প্রোটিয়া ব্যাটসম্যানকে। তিন ম্যাচের গোটা সিরিজে তিনি ছয় ইনিংস থেকে সংগ্রহ করেছেন মাত্র ৭১ রান। এরপরও ডি ভিলিয়ার্স ও ডু প্লেসির পর দলের আরেক ব্যাটিং ভরসাকে হারিয়ে নিশ্চয় আরো শঙ্কটে পড়ল দক্ষিণ আফ্রিকা।
ভারতের সঙ্গে চলমান ছয় ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে শেষে সফরকারী দল ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ