মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সোমবার রোমে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করবেন। তাদের এই বৈঠককে সামনে রেখে রোমের কেন্দ্রস্থলে সব ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে তুরস্কের সামরিক আগ্রাসনে ইতালিতে বসবাসকারী কুর্দিরা এরদোগানের ওপর ক্ষুব্ধ। ৫৯ বছরের মধ্যে কোন তুর্কি নেতার এটাই এ ধরনের প্রথম সফর। এই সফরকে ঘিরে ইতালি কর্তৃপক্ষ ২৪ ঘন্টার জন্য সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে। এরদোগান রোববার রাতে পৌঁছাবেন ইতালি এবং সোমবার সন্ধ্যায় দেশটি ত্যাগ করবেন। তার এই সফরকে কেন্দ্র করে মোট সাড়ে তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতালিতে কুর্দি এসোসিয়েশনের উদ্যোগে সোমবার অবস্থান ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এতে ২শ’ লোক অংশ নেয়ার কথা রয়েছে। স্থানটি ভ্যাটিকেনের কাছেই। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।