Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় পুলিশকে আহত করে হ্যান্ডকাপ নিয়ে দুই মাদক ব্যবসায়ীর পলায়ন

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৮, ৫:২৮ পিএম

পাবনার সাঁথিয়া উপজেলায় পুলিশকে মারপিট করে আহত করার পর হ্যান্ডকাপ ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে দুই মাদক ব্যবসায়ি। আহত পুলিশকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি কার হয়েছে। আতাইকুলা থানার বনগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল অহেদ, কনস্টেবল শামীম হোসেনকে সাথে নিয়ে সাথিয়া থানা এলাকার বহলবাড়িয়া এলাকায় অভিযানে যায়।আতাইকুলা থানার ওসি মাসুদ রানা জানান, রবিবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে বহলবাড়িয়া গ্রামে আবুল ে হাসেনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। তারা কৌশলে ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে এলাকাবাসী এবং ওই দুই মাদক ব্যবসায়ী পুলিশের উপর হামলা ও মারপিট করে। এতে কনস্টেবল শামীম হোসেন গুরুতর আহত হন। অবস্থা বেগতিক দেখে ফাঁড়ির পুলিশ ইনচার্জ আব্দুল অহেদ পালিয়ে জীবন রক্ষা করেন এবং সংশ্লিষ্ট থানায় খবর দিলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত কনস্টেবলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এদিকে সুযোগ বুঝে হ্যান্ডকাপ নিয়ে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায় । হ্যান্ডকাপ উদ্ধার এবং পলাতক দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সাঁথিয়া ও আতাইকুলা থানা পুলিশ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক ব্যবসায়ীর পলায়ন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ