Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৈরাজ্য ঠেকাতে আওয়ামী লীগ ও আইনশঙ্খলা বাহিনী প্রস্তুত -স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আওয়ামী লীগ ও আইনশঙ্খলা বাহিনী তা মোকাবেলায় প্রস্তুত। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনো ধরনের নাশকতা নৈরাজ্যকর পরিস্থিতি হতে দেবে না । গতকাল গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এসব কথা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে জিয়া এতিমখানা দুর্নীতির মামলায় ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ঠিক হওয়ার পর উত্তেজনার মধ্যে গতকাল রোববার গুলশানে আওয়ামী লীগের এক সভায় তিনি আরো বলেন, ২০১৩ সালে একের পর এক নাশকতা, অগ্নিসন্ত্র্রাস, সব কিছুই হয়েছিল। কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের নেতাকর্মী এবং জনগণ নাশকতাকে প্রতিহত করেছে। এবারও যদি সেরকম পরিস্থিতি হয়, তাহলে তা প্রতিহত করা হবে। রায়ের আগে সরকারের বিরুদ্ধে নেতা-কর্মীদের গণগ্রেফতারের অভিযোগ করে আসছে বিএনপি। এই সংখ্যা প্রায় ৫০০ বলে স্বরাষ্ট্রমন্ত্রীর মুথ থেকেও এসেছে; তবে তিনি বলছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে। হাই কোর্ট এলাকায় পুলিশের উপর বিএনপিকর্মীদের সা¤প্রতিক হামলার বিষয়টি তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন, পুলিশের রাইফেলগুলোকে কীভাবে টুকরো টুকরো করে ভেঙেছে, কীভাবে প্রিজন ভ্যান ভেঙেছে, বেগম খালেদা জিয়া যাওয়ার সময় তার পাশে থেকে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছে। পুলিশ, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনী ভিডিও ফুটেজ দেখে যারা অপরাধী তাদেরকে অ্যারেস্ট করছে। কোনো নিরাপরাধ মানুষকে গ্রেফতার করা হচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ