Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপেক্ষা ফুরাবে রাজ্জাকের?

ঢাকা টেস্টেও নেই সাকিব, ফিরলেন সাব্বির

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ার সময় শঙ্কা ছিল দ্বিতীয়টি নিয়েও। সত্যি হলো সেটিই। চোট পাওয়া সাকিব আল হাসান নেই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও। তবে সুখবর পেয়েছেন সাব্বির রহমান। স্কোয়াডে হারানো জায়গাটি ফিরে পেলেন এক টেস্ট পরই। চট্টগ্রাম টেস্টের দলে না থাকলেও সাব্বির ডাক পেয়েছেন মিরপুর টেস্টের বাংলাদেশ দলে। অভিষেকে বিবর্ণ সানজামুল ইসলাম হারিয়েছেন জায়গা। না খেলেই বাদ পড়েছেন রুবেল হোসেন।
গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পেয়ে ছিটকে যান সাকিব। আপাতত আছেন পুনর্বাসনে। ডাক্তাররা জানিয়েছেন, বিশ্বসেরা অলরাউন্ডারের হাতের ব্যান্ডেজ খোলা হবে আগামী ১০ ফেব্রæয়ারি। ৮ ফেব্রæয়ারি হতে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে তাই সাকিব থাকছেন না। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে আবারও নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ।
চট্টগ্রাম টেস্ট শেষের আগেই ঢাকা ফিরে এসেছিলেন আব্দুর রাজ্জাক। দলের প্রতিনিধি হয়ে ছিলেন মিরপুরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। তবে চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে শেষ মুহূর্তে যোগ দেওয়া অভিজ্ঞ স্পিনার টিকে গেছেন মিরপুর টেস্টের দলেও। রাজ্জাককে নিয়ে চট্টগ্রাম টেস্টের স্কোয়াড ছিল ১৬ সদস্যের। মিরপুর টেস্টের জন্য দল ১৫ জনের।
সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ৪ ইনিংসে ৩৮ রান করার পর এই সিরিজের প্রথম টেস্টে বাদ পড়েছিলেন সাব্বির। মাঝে সুযোগ ছিল না কোনো কিছু করার। তার পরও ফিরলেন দলে। কোনো কিছু করার ছিল না রুবেলেরও। চট্টগ্রামে ছিলেন না একাদশে। এর পরও মিরপুরে থাকবেন দর্শক হয়ে।
সানজামুলের সুযোগ ছিল কিছু করে দেখানোর। অভিজ্ঞ রাজ্জাকের বদলে চট্টগ্রামে তার একাদশে জায়গা পাওয়া অনেকটাই ছিল চমক। কিন্তু ব্যাট হাতে লোয়ার অর্ডারে অবদান রাখলেও আসল কাজে বাঁহাতি স্পিনার ছিলেন অনুজ্জ্বল। ১৫৩ রান নিয়ে নিয়েছেন ১ উইকেট, অভিষেকে যা বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। তরুণ অফ স্পিনার নাঈম হাসান আছেন মিরপুর টেস্টের দলেও।
ঢাকা টেস্টের বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ, আব্দুর রাজ্জাক, তানবীর হায়দার ও নাইম হাসান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ