Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বদলে যাওয়া আর্সেনাল

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়েছেন ক্লাব রেকর্ড ৫৬ মিলিয়ন পাউন্ড বয় পিয়েরে এমেরিক আবেমেয়াং। অ্যারোন রামসি করলেন দলের হয়ে প্রথম হ্যাটট্রিক। ঘরের মাঠে এভারটনের বিপক্ষে আর্সেন ওয়েঙ্গারের দলও পেয়েছে ৫-১ গোলের দুর্দান্ত এক জয়। এ যেন ঠিক বদলে যাওয়া আর্সেনাল।
ঠিক এই ফর্মটাই ধরে রাখতে চান ওয়েঙ্গার। শেষ পাঁচ ম্যাচে দ্বিতীয় জয় পাওয়া গানাররা শেষ আট ম্যাচই নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি। শিরোপার আশা তো কল্পনারও বাইরে। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলেও থাকতে হবে তালিকার শীর্ষ চারে। কিন্তু এক ম্যাচ কম খেলে চারে থাকা চেলসি তাদের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে। চাকরি বাঁচাতে ওয়েঙ্গারের লড়াইটা তাই বেশ কঠিনই।
একই রাতে হাডার্সফিল্ডকে অবনমন অঞ্চলে ঠেলে দিয়ে ২-০ গোলের জয় তুলে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয় পেতেও বেগ পোহাতে হয় হোসে মরিনহোর দলকে। প্রথমার্ধটা ছিল গোলশূন্য ড্র। দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন রোমেলু লুকাকু ও অ্যালিক্সেস সানচেস। লাল দুর্গে চিলিয়ান স্ট্রাইকারের প্রথম গোল এটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ