Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীক্ষাভীতি কমাতে মোদির বই

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শিক্ষার্থীদের পরীক্ষাভীতি তাড়াতে একটি বই লিখেছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘এক্সাম ওয়ারিয়রস’ নামের এই বইয়ে ২৫টি মন্ত্রে ছাত্র-ছাত্রীদের তিনি দীক্ষা দিতে চেয়েছেন- পরীক্ষা হল উৎসব, উদযাপনের বিষয়, ভয়ের নয়। খবরে বলা হয়, মোদি সেখানে লিখেছেন, এই বই সেই সব শিক্ষার্থীর জন্য, যারা পরীক্ষায় বসতে যাচ্ছে। “তারা হল সেই ‘এক্সাম ওয়ারিয়রস’, সেই সাহসী কিশোর-তরুণ, যারা পরীক্ষা নামের উৎসবে যোগ দিতে যাচ্ছে। কিন্তু তাদের অত বেশি ভয় পাওয়ার কারণ নেই, পরীক্ষাকে জীবন-মরণ সমস্যা হিসেবেও দেখার কিছু নেই।” গত শনিবার পেঙ্গুইন র‌্যানডম হাউস থেকে প্রকাশিত এই বইয়ে প্রধানমন্ত্রী মোদি পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীদের শান্ত আর মনোযোগী থাকতে বলেছেন। সেই সঙ্গে প্রযুক্তির ব্যবহার আর চাপমুক্ত থাকতে ঘুমের গুরুত্ব বুঝিয়েছেন মন্ত্রের ছলে। বলেছেন, বর্তমানটাই আসল, আর আসল লড়াই হল নিজের সঙ্গে। পাতায় পাতায় রঙিন ছবিসহ ১৯২ পৃষ্ঠার ঝলমলে এই বইয়ের শুরুতেই লেখকের ভূমিকায় মোদি দৃষ্টি আকর্ষণ করেছেন অভিভাবক আর শিক্ষকদের। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ