Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তি প্রতিষ্ঠায় আগ্রহীদের সঙ্গে আলোচনায় আপত্তি নেই : ঘানি

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তালেবানদের মধ্যে যারা শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী তাদের সঙ্গে সরকারের আলোচনার দরজা খোলা আছে বলে জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তবে কাবুলের সা¤প্রতিক হামলাগুলোর মতো মর্মান্তিক ঘটনার জন্য যারা দায়ী তাদের সঙ্গে শান্তি আলোচনার কোনও সুযোগ নেই বলেও সাফ জানিয়েছে দিয়েছেন তিনি। গত ২০ জানুয়ারি কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সন্ত্রাসী হামলা চালানো হয়। এর এক সপ্তাহ পর আত্মঘাতী হামলা চালানো হয় একটি জনাকীর্ণ সড়কে। এসব হামলায় ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়। আর এর দায় স্বীকার করে বিবৃতি দেয় তালেবান। পর পর সংঘটিত এসব হামলায় আফগান জনগণ ক্ষুব্ধ হয়ে উঠে। দেশের নিরাপত্তা নিশ্চিতের প্রশ্নে চাপের মুখে পড়েন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আফগান প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, তালেবানরা ‘রেড লাইন’ অতিক্রম করেছে। তাদের সঙ্গে যুদ্ধ করে শান্তি আনতে হবে। এ পরিস্থিতিতে তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনা আদৌ শুরু হবে কিনা তা নিয়েও সন্দেহ দেখা দেয়। তবে শনিবার কাবুলে ইসলামী নেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে আলোচনার সম্ভাবনার কথা বলেন আফগান প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘যারা এ ধরনের ট্রাজেডির জন্য দায়ী তারা শান্তি চায় না, তাদের জন্য শান্তির দরজা বন্ধ। যারা শান্তিকে গ্রহণ করেছে, তাদের জাতিও গ্রহণ করে নেবে। তবে এটা একেবারে স্পষ্ট যে, আমাদের শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার মানে এটা নয় যে আমরা চুপচাপ বসে থাকবো এবং বদলা নেব না। গোপন আস্তানাগুলো থেকে আমরা তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসবো।’ রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আফগান সরকার বছরের পর বছর ধরে এ ধরনের অঙ্গীকার করে আসছে। তবে এর মধ্যেই তালেবানের তৎপরতা আরও বেড়েছে। বেশ কয়েকবার শান্তি প্রচেষ্টা চালানো হলেও এর কোনও অগ্রগতি হয়নি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ