মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : শেষ পর্যন্ত মুখ খুললেন যুক্তরাষ্ট্রের সুপরিচিত অভিনেত্রী উমা থারম্যান। তিনি বললেন, লন্ডনে তার কাছ থেকে যৌন সুবিধা নেয়ার চেষ্টা করেছিলেন হলিউডের প্রযোজক হারভে উইন্সটেন। তার ওপর এ জন্য শক্তি প্রয়োগ করেছিলেন উইন্সটেন। কিন্তু নিজের চেষ্টায় রক্ষা পান থারম্যান। পরে তিনি বিষয়টি অবহিত করেন কুইন্টিন তারান্তিনোকে। এরই মধ্যে গত শনিবার উমা থারম্যান আরো অভিযোগ করেন। তিনি বলেন, যখন তার বয়স ১৬ বছর তখন তাকে ধর্ষণ করেছিলেন একজন অভিনেতা। গত শনিবার এ নিয়ে নিউ ইয়র্ক টাইমসে একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে। তাতে ৪৭ বছর বয়সী মার্কিন অভিনেত্রী, মডেল উমা থারম্যান বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করেছেন। এসব ঘটনায় তাকে লন্ডনের একটি হোটেলে থারম্যানের ওপর যৌন সুবিধা নিতে শক্তি প্রয়োগ করেছিলেন। আরেকটি ঘটনা ঘটে প্যারিসে। উমা থারম্যান বলেছেন সবচেয়ে আপত্তিকর ঘটনাটি ঘটে লন্ডনের সেভয় হোটেলে। সময়টা ১৯৯৪ ও ২০০২ সালের মধ্যে। সেখানে হারভে উইন্সটেন আমার ওপর শক্তি প্রয়োগ করে আপত্তিকর বিষয় দাবি করতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত সে সফল হয়নি। উমা থারম্যান বলেন, আমি তাকে বলি আপনি পশুর মতো আচরণ করছেন। নিউ ইয়র্ক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।