পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের নেত্রী শেখ হাসিনা ৮ তারিখকে ঘিরে কোনো কর্মসূচি দিতে বলেননি। আমরা কর্মসূচি দিবো না, তবে মামলার রায়কে কেন্দ্র করে যদি পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করা হয় তাহলে আমরা নৈরাজ্যের বিরুদ্ধে সতর্ক পাহারায় থাকবো।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার রায়কে ঘিরে উস্কানির ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা বিএনপির উস্কানির ফাঁদে পা দিবেন না। জনমালের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করবে। যেমন কুকুর, তেমন মুগুর। কুকুরের যেমন ঘেউ ঘেউ মুগুরটাও ঠিক তেমনি নেমে আসবে। ও নিয়ে আপনাদের ভাবার দরকার নেই। আপনারা শুধু সতর্ক থাকবেন।
তিনি বলেন, দলীয়ভাবে রাস্তা দখল করে সভাসমাবেশ করার পরিকল্পনা আমাদের নেই। ভরা কলসি নড়বার দরকার নেই। শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন হচ্ছে, আমরা কেন দেশকে অশান্ত করবো? বিএনপিকে নিয়ে আওয়ামী লীগে কোনো অস্থিরতা নেই।
যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান হিরণ, ফারুক হোসেন, মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহি প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।